হেরে যদি যাই ভাই জীবন সংগ্রামে;
অবজ্ঞা-উপহাস আসবে ডানে বামে!
দুঃখ কষ্ট দিতে থাকবে ভীষণ ভাবে!
বেদনা জেঁকে বসে কুঁড়ে কুঁড়ে খাবে;
আশারা ভেসে যাবে, ঊর্মিল সাগরে!
অর্জিত সম্মান, জমবে ঘৃণ্য ভাগাড়ে!
আনন্দ-উল্লাস দমবে ঘৃণার তুফানে!
জীবন হারাবে ছন্দ কলঙ্কের প্লাবনে!
আর যদি সফলতায় ঋদ্ধ হয় জীবন;
আলোর-ফোয়ারাতে দীপ্ত হবে ভুবন,
জয়মাল্যে ভরে যাবে, বিবর্ণ উঠোন!
অমিত্র জানাবে এসে সাদর সম্ভাষণ!
অপবাদ মুছে যাবে, জ্ঞাতির স্তুতিতে;
এটাই হয় বুঝি, ক্ষণিকের পৃথিবীতে!