ইচ্ছেরা জমে আছে, হৃদয়ের কোণে কোণে
সময়টা বড়ই সঙ্কীর্ণ! তাই ব্যথা পাই মনে!
ইচ্ছে করে, প্রকৃতির মাঝে নিজেকে হারাই!
দেখতে চাই তার মাধুর্য লাবণ্য-অনন্তকাল।

সম্বিৎ ফিরে পাই মহান প্রভুর ভালোবাসায়।
এই প্রকৃতি যিনি সৃষ্টি করেন-তিনি না জানি
কত মোহনীয়-কত মায়াময়-কত না উদার!
জেনে যাই-ইচ্ছের কাছে পরাজয় নয়-আর।

কারণ, আমি তো-অনন্তকালের অতিথি নই;
ফিরে যাবার জন্যে এসেছি-তাই নিবৃত্ত হই!
জাগতিক নৈসর্গের নিকট, আত্মসমর্পণ নয়!
আমি চাইবো প্রভুর প্রতি জমিনের বিনিময়।
তবেই-অনন্তকালের অবস্থান হবে শান্তিময়।
মুক্তির আনন্দে মুগ্ধ হবো! সেটাই বড় জয়।