লোভ-মোহান্ধতা ব্যক্তিকে বিমূঢ় করে দেয়!
যা করা অসঙ্গত তাও করতে বাধ্য করা হয়!
এভাবে কালের সাথে পাল্লা দিয়ে হেরে যায়-
বিভ্রান্তির বেড়াজালে ফেঁসে যাওয়া নিপীড়ক
তবুও স্বপ্নজয়ের দুর্বার আকাঙ্ক্ষা করে গ্রাস!
অনাগত ভবিষ্যতকে কুক্ষিগত করার ইচ্ছায়
চালায় কঠোর অভিযান প্রতিপক্ষের মহল্লায়!
জনপদে উঠে কান্নার রোল বিচ্ছেদ বেদনায়!
তাই ছন্দ হারায় ঘরে ঘরে তাড়িত অসহায়!
ব্যথিতস্বজনেরা ভেঙ্গে পড়ে কান্নায় শতবার!
হতাশায় উত্তরসূরী, বজ্রকন্ঠে করে অঙ্গীকার।
উত্তরাধিকারসূত্রে পাওয়া চেতনার বাতিঘরে
নির্দ্বিধায় জ্বলে উঠুক দেশপ্রেমের অগ্নিমশাল
মুক্তির নেশায় জালিমদের বিরুদ্ধে বার বার।