একঝাঁক পায়রা উড়ে গেল আকাশে
প্রশান্তির খশবু ছড়িয়ে-মমতা ভুলে!
তারা মুক্ত, পেয়ে আরশের ছাড়পত্র!
তবে, ঢেলে দিয়ে গেল, বুকের খুন!
যে খুন থেকে জন্মাবে বিপ্লবের ভ্রুণ,
ওরাই ছড়িয়ে দিবে সমস্ত ঘরে ঘরে
ইতিহাস রচনা করা দ্রোহের আগুন!
যে আগুনে পুড়ে মরবে, ঘৃণ্য শকুন।
ভষ্ম হবে, আরণ্যকদের অভয়ারণ্য!
তারাইতো অপরাধী! নিকৃষ্ট-জঘন্য!
ওরা কেড়ে নেয় মানুষের অধিকার!
ছলেবলে-কৌশলে নিরন্তর-বহুবার!
কিন্তু বোঝে না-নীরবে হিসাব কষে-
সৃষ্টিকর্তা বসে, আড়ালে-আবডালে।


রচনাকাল-২৭/০৭/২৪