কি এক নীতির তোমরা সদাই করো বড়াই!
যা শুধু মানুষকে হিংসারই শিক্ষা দেয়!
বিশেষকে প্রিয় বলে হেলা করো জনতাকে
স্বীকার করোনা তোমরা মানুষের দায়!
বন্ধু বলে জানতে যারে তোমরাই গতকাল,
কেনইবা আজ তাকে ভাবো প্রতিপক্ষ?
জল নয় বশীকরণ বা নির্যাতনের হাতিয়ার
তার চাইতে এসো গড়ি, মজবুত সখ্য।
সবাই সবার তরে যদি, হতে পারি সহায়ক-
হতে পারি সবাই যদি, পরস্পরের বন্ধু;
সহজে রাখতে পারবো বাগে! হোক না সে
ভয়াল! গঙ্গা-পদ্মা-যমুনা কিংবা সিন্ধু।
তোমরাও থাকবে না, থাকবো না-আমরাও
থাকবে, এ জগতে-অমলিন-ইতিহাস;
মিলে ঝুলে থাকি এসো, দু’দিনের দুনিয়ায়,
গড়ে তুলি পাশাপাশি সুমধুর আবাস।