ক্ষমতার মোহে আদর্শচ্যুত হলে-
বিলাসী মনে জন্ম নেয় পিশাচের ভ্রূণ!
কৃতঘ্নের মত শেকড়কেই করে বসে খুন!
অথচ, ঘুম ভেঙ্গে গেলে স্বপ্ন হাতড়ে মরে-
থমকে যায় নাড়ির স্পন্দন নিঃশব্দে!
নিভে যায় চেতনার আলোকিত বাতিঘর!
যেতে হয় মাটির গভীরে, যেথায় অন্ধকার!
প্রতারণা করে শেষে প্রতারিত হতে হয়!

এভাবেই আসে-যায়, প্রজন্ম হাজার বার-
সত্যকে বার বার অহমে করে পরিহার!
রুগ্ন হতে হতে একদিন বিশ্ব হবে অসার!
শুরু হবে সঠিক-বেঠিকের কঠিন বিচার!

মিলবে না আত্মশোধনের ফুরসত আর!
বইতে হবে নীরবে তখন উপেক্ষার ভার!