এ যেন ফেরাউনের আমলে দেয়া আল্লাহ্'র সতর্কবার্তা!
এখনো শেষ না হলে অবকাশ, যদি করুণা করেন ত্রাতা;
তবে সময় থাকতেই হতে হবে সবাইকে সতর্ক-সাবধান,
যেন, এর চাইতেও অধিক শাস্তি না দেন কাউকে মহান।
ক্ষমা চেয়ে পরিশুদ্ধ হতে পারলে মিলতে পারে পরিত্রাণ;
শর্ত হলো! মহান স্রষ্টার কাছে করতে হবে আত্মসমর্পণ।
দাম্ভিকতা করতে হবে ত্যাগ, আমিত্ব করতে হবে বর্জন;
হয়তো পাবো পার তবে, পাবো পরকালীন মুক্তি অর্জন।
আদর্শবাদী হয়ে হও সাবধান, অহঙ্কারে করো না গর্জন,
দুঃস্বপ্ন এড়িয়ে পাবে জ্যোতির সন্ধান হয়ে যাবে সজ্জন।