এসো আমরা না হয় অন্ধ হয়ে যাই!
অথবা বধির কিংবা কালা হয়ে যাই!
তাহলেই তো সমস্যার সমাধান হয়!
যার জন্ম আছে তাকেই মরতে হবে;
এটাইতো স্বাভাবিক সারা বিশ্ব জুড়ে,
হৈচৈ করে কার কি এমন লাভ হবে?
তার চাইতে খাবার কিনতে না পেরে-
এসোনা হয় একসাথে সকলেই মরি!
তাহলে আর মিছিল করতে হবে না!
ওরা না হয়, আরো কিছুকাল বাঁচুক!
তবে চিরজীবী কেউ হবে না জীবনে;
ওরা না হয় সেই আশায় বাসা বাঁধুক,
তারপর যখনই দেখা হবে ওই পারে;
তখন বলবো, কি গো চলে এলে যে!