খন্ডিত মুক্তির গল্পে শুনি শেকলের আওয়াজ!
তাই তো জুজুর ভয়ে লাগে সন্ধ্যার পূর্বে সাঁঝ!
আমার উঠোনে দেখি অন্যদের ভয়াল দাপট!
প্রাণ রক্ষায় পালাই উপেক্ষা করে ঝড়-সাপট!
রাতের নিস্তব্ধতা বিচূর্ণ হয় হায়েনার হাসিতে!
মানবতার আর্তনাদ তীব্র হয় অরির ফাঁসিতে!
সাধ্য নেই রুখে দাঁড়ায়! চিতিয়ে সাহসী বুক;
ঐক্য উঠে না গড়ে মিত্রদের, মিটিয়ে ভুলচুক।
স্বার্থের বেড়াজালে ফেঁসে গিয়ে কেউ পিছায়!
মনের কষ্টে অশ্রু মুছে ক্ষুণ্ণরা করে হায় হায়!
রুখে দেয় শক্ত বাঁধ, বিবর্ণ হয় সাধ অলক্ষ্যে;
কেউ বা পালায়! আসে না ফিরে আর পক্ষে!
চারিদিকে আহাজারি! দুঃখ বাড়ে মূল্য চাপে!
অবনমিত হয় জীবনমান, নিয়ত ধাপে ধাপে!