এটাই আসলে জীবনের কাব্য।
কার কি হবে কখন, কে জানে ভবিতব্য!
তবু, সবাই আশায় বাসা বাঁধি,
একটু সুখের ছোঁয়ায় আবারো সুর সাধি!

এটাই জীবন-জীবনের গল্প,
জীবন চালাতে গ্রহণ করি কতই প্রকল্প!
কখনো কষ্টে ঝরে কত অশ্রু,
ভিজে যায় হৃদয়-মন, ভিজে যায় শ্মশ্রু!

এরই মাঝে সব হাসে-খেলে!
দুঃখ-বেদনা ভুলে আবারো গলায় মিলে,
সারা গায়ে রঙিন ছন্দ মাখে,
আপনজনকে নিয়ে কতই না স্বপ্ন দেখে।


গতপরশু প্রকাশিত প্রিয় কবি,-মোঃ আব্দুল লতিফ রিপন এর ”আত্মবিশ্বাস” কবিতার কমেন্ট বক্সে করা আমার মন্তব্যটি আজ আসরে কবিতা আকারে প্রকাশ করলাম এবং তাঁকেই উৎসর্গ করলাম।