ইচ্ছে করে হৃদয় জুড়ে, তোমার ছবি আঁকি,
কিন্তু হৃদয় পামরে খায়, দিচ্ছে তাই ফাঁকি!
স্বপ্ন নিয়েও নানান কথা, মিথ্যা সবই দেখি!
উজান পানে সাঁতার কাটি! বন্ধ করে আঁখি!
মনের ভুলে ভেবে বসি, জমিন আমার ঘর-
খেলার ছলে বাসর গড়ি-অস্থায়ী বালুর চর!
সবাই বলে, মিথ্যে নিয়েই কাটিয়েছি-আয়ু!
নিথর দেহ পড়ে র'বে! বেড়িয়ে গেলে বায়ু!
তখন থাকবো মাটির ঘরে, কি হবে আমার!
প্রশ্নোত্তর পর্যায়ে আমি কেমনে পাবো পার!
রসদ যদি না নেই সাথে, থাকবে না উপায়
মিথ্যে হবে অহংকার! কামড়াবে সাপ গায়!
হাশর মাঠে পাবো কি না, আকাঙ্খিত পাশ!  
আল্লাহ্’র নিকট দিতেই হবে হিসাবনিকাশ।