এ দুর্যোগ! থাকবে না দীর্ঘকাল।
তবে সৃষ্টি হলো জনতার একতা;
জন্ম নিয়েছে, প্রেম-ভালোবাসা।
নব শক্তিতে জেগেছে দেশপ্রেম।
যেন, অনন্য-শোভন বাংলাদেশ।
মানুষের কষ্টে, মানুষ আজ বন্ধু।
শিশুগণ এসেছে নিয়ে সওগাত।
এ চিত্র যেন এক মধুর উপহার।
দেখো বিশ্ববাসী, ঐক্য-সম্প্রীতি
কতটাই বেড়েছে দেশে সম্প্রতি!
দুর্গত-অঞ্চলেও ত্রাণ বিতরণের
বাহানায় বসেছে মিলনের মেলা;
দুখের মাঝেও অনুভবে প্রশান্তি-
ভুলে গেছে নির্যাতনের অশান্তি!