অতীত-ইতিহাস মুছা বা পাল্টানোর দায়
বর্তমান প্রজন্মের নয়, বরং তাদের কর্তব্য
নতুন দিনে নতুন-নতুন ইতিহাস সৃষ্টি করে
জাতিকে সমৃদ্ধশালী-আলোকিত করা; যেন
আগামীকে অত্যুচ্চ করে অতীতকে দুনিয়ার
কাছে নিকৃষ্টতম প্রমাণ করে দেখানো যায়।
তখন মানুষ নিজেরাই অতীত ভুলে যাবে।
আর, তেমনই নতুন প্রজন্ম করতে চায়।

যার যার অধ্যায় তার তার গুণগান গায়;
ইতিহাস চলমান; লাগাতার সামনে আগায়,
যার যার কাজের সুফল-কুফল তারাই পায়।
কথার মারপ্যাঁচে কারো দায় বা বদনাম কি
অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে পার পাওয়ার
প্রচেষ্টা করে আত্মসম্মান বাঁচানো যায়?