মুক্তির সমরে ওরা চায় “শহীদ”র স্বাদ-
তাদের কে রুখতে পারে যেতে জান্নাত!
মৃত্যু সুনিশ্চিত জেনেও চালায় অভিযান-
শত্রুদূর্গ তছনছ করে বিলিয়ে দেয় প্রাণ!
স্বীয় নয়! ওরা চায় জাতির শৃঙ্খলমুক্তি;
সত্যকে ভালোবেসেই করে স্রষ্টার ভক্তি।
মাথানত করে ওরা করে না কোন চুক্তি!
আল্লাহ্’র সৈনিক ওরা অপরাজেয় শক্তি।
বিশ্বাসে কসুর নেই মহানআল্লাহ’র প্রতি,
তাই দুর্বার ওরা, চলার পথে দুরন্ত গতি;
দেশপ্রেমে নির্ভীক! আছে অনেক খ্যাতি-
অঙ্গীকারে-অটল! আছে অশেষ বিশ্রুতি।
আল-আকসা উদ্ধারে জীবন করবে দান,
তাইতো রণাঙ্গনেই পায় জান্নাতের ঘ্রাণ।