তুমি যখন জ্যোতির্ময় সত্যের সৈনিক-
কিন্তু, বিরাজে তখন নেতৃত্বের শূন্যতা!
তুমিই তখন সিপাহশালার-স্বয়ং নেতা।
তোমার মাঝে থাকে যদি, স্রষ্টার জ্ঞান,
তখন, তুমি বসে থাকবে কার আশায়?
তোমার সামনে সড়ক তখন, একটাই।
চাই তখন শহীদী মৃত্যু নইলে যুদ্ধজয়।
তোমার তরে তখন, বিকল্প শ্রেয় নয়।

কিসের চিন্তা? আসলে কি তুমি একা?
এ সৃষ্টির কারিগর, নয় কখনো বোকা!
সর্বদা মনে রেখো, তাঁর করুণা আছে
অদৃশ্যে হলেও, নিশ্চয় তোমার উপর।
ভুবনে মৃত্যু কিন্তু, নিশ্চিত-অবধারিত;
কিসের ভয়, জান্নাত কি পুরস্কার নয়?