কার ঘাড়ে যে কখন কারা বসবে হায় চেপে!
কার-ওজন কতটুকু! দেখছে না কেউ মেপে!
ভাবে নারে ওর ওজনে উঠবে উঠোন কেঁপে!
বোঝে না কেউ নিকৃতরা উঠতে পারে খেপে!
মোড়ল হবার লক্ষে তোমরা যতই দুর্গ গড়ো
যতই থাকুক বোমা বারুদ, জুলুম যদি করো
দেশ দখলের-অভিপ্রায়ে যতই মানুষ মারো!
করবেন না সহ্য আল্লাহ্, থামাও যদি পারো!
ছাড় দিচ্ছেন মহান প্রভু, ধরবেন যখন কষে;
ভুলে যাবে বংশের নাম! যাবে প্রাসাদ খসে!
লাভ হবে না তখন তোদের লস্করদের পুষে!
মারবেন তোদের পুরো গোষ্ঠী-দুর্দান্ত রোষে!
মিটে যাবে প্রতি খায়েশ, ছুট পাবে না কেউ!
পাড়া মহল্লায় কেঁদে মরবি! করে ঘেউ ঘেউ!