আল্লাহ্ যখন টান দিবেরে
ভাঙ্গবে তোর রাজপ্রাসাদ!
নয়ন ভরে দেখবি আঁধার!
দেখবি আরও মরণ ফাঁদ!

ষড়যন্ত্রের হাজার নকসায়
করবি যাদের-কুপোকাত!
ওরা যদি মহান আল্লাহ’র
পায়রে মদত ঘুচবে রাত।

কল্পরাজ্যে ঘুরতি ফিরতি
ভাবতি রে তোরা মহাশয়;
পতন তোদের ছুঁবে না রে
তবু, হলো তোর পরাজয়!

দম্ভ তোদের দেখে মানুষ
ভাব তো তোরা ভাগ্যবান,
পরিশেষে, প্রভুতা হারিয়ে
খুঁজছিস আজকে ভগবান!

মরণ ছোবল মারলে প্রভু
পাবি না রে সুযোগ আর!
রাস্তার মানুষ, হয়ে শেষে
দেখবি আঁখিতে অন্ধকার!