মানুষ কতটা নির্মম হলে জমিনে জালিম হতে পারে!
বেশিদিনের কথা নয়-উনিশ’শ বাওয়ান্ন সালের কথা;
মায়ের মুখের ভাষাকে জালিমরা করেছিল অস্বীকার!
ফুঁসে উঠেছিল নির্ভীকজাতি দাবী আদায়ের সংগ্রামে!
শত্রুরা হেরেছিল; ঘরে ফিরেছিল বীররা বিজয় নিয়ে।
অতঃপর এসেছিল একাত্তর! চব্বিশ বছরের শোষণে
অতিষ্ঠ মানুষ নেমেছিল রাজপথে, জীবন বাজি ধরে!
লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে এলো স্বাধীনতা
কিন্তু থামেনি জালিম! চলছে নতুন করে পুরান খেলা-
রক্তে ভিজছে রাজপথ! জনগণ হচ্ছে অধিকারহারা!
ছাইয়ের নীচে চাপা পড়ে আছে, আগ্নেয়গিরির লাভা!
একটু যদি নাড়া দেয়া যায় ছড়িয়ে পড়বে সেই তারা!
কতটা ভয়ের মাঝে আছে তার উপর বাস করে যারা!
পবিত্র সত্যকে অপবাদের বোঝার নীচে চাপা দিলেই
কি সত্য মিথ্যা হয়ে যায়! যদি কেউ বিশ্বাস না করে!