পাড়ি দিতে হবে আরো অনেক পথ
অতঃপর মিলে যদি আলোকিত রথ,
তখনই ভাববো নিজেদের ভাগ্যবান;
সেদিনও চাইবো-আমি প্রভুর মদত।
বিশ্বাস রাখি, পিছু নিবে ঢের আপদ!
পদে পদে বাড়বে তবুও সমুহ বিপদ,
পাই যদি তাঁর কাছে, মুক্তির আভাস
তখন সত্য প্রতিষ্ঠার, করবো-শপথ।

পূর্বেই হয়ে গেলে, অহমিকায়-অন্ধ!
বেড়ে যাবে সংঘ মাঝে বহুবিধ-দ্বন্দ্ব!
ব্যাধের ধোঁকা খেয়ে, হবো সব ক্লান্ত!
গ্লানি আর-অবসাদে হবো দিকভ্রান্ত!
মুক্তির আগেই ব্যর্থ হবে-আয়োজন!
বর্গে আমাদের থাকবে না প্রয়োজন।