গণতন্ত্র আর স্বৈরশাসনের চলছে প্রদর্শন!
বাড়ে রক্তক্ষয়-চলে খন্ডযুদ্ধের আয়োজন!
মিথ্যার বেসাতি আর ষড়যন্ত্রের বাড়াবাড়ি-
বাড়িয়েছে প্রজাদের, ব্যথা আর জ্বালাতন;
তবে, শুরুরও সমাপ্তি আছে ভয়ঙ্কর রাতে-
যখন আর সময় পাবে না পন্ড হবে ঘাতে!
অধিকারহীন গর্জে উঠলে সে দিনের মত;
হবে না কোন কাজ! আকুতি জানাও যত।
জমিনে প্রতিহিংসার, অনেক নজির আছে;
কেউ চায় মুক্তি-কেউ আপোষ করে বাঁচে!
তবু কখনো ধ্বংসযজ্ঞ হয়ে উঠে অনিবার্য!
তখন থাকে না কারোর সহনশীলতা-ধৈর্য।
প্রচুর প্রমাণ আছে ইতিহাসের বাঁকে বাঁকে-
এমন কিছু আছে যা পর্দার আড়ালে থাকে।