ইসলাম-আল্লাহ্ রচিত বিপ্লবী মতবাদ;
বৈপ্লবিক পরবির্তনের মাধ্যমে সফল হয়-
“ইসলামী সমাজ ব্যবস্থা”অস্থায়ী দুনিয়ায়।
এইটাই নবীজীর দেখানো প্রমাণিত প্রণালী,
এর বাইরে অন্য কোন প্রক্রিয়ায় সম্ভব নয়।
গণমানুষের ইহকালীন ও পরকালীন মুক্তি,
কেবলমাত্র, ইসলামের মাধ্যমেই কার্যকর।
চলমান সভ্যতায় চলছে যে হিংস্র সংঘাত!
তথায় ধর্মের নামে স্বার্থের সংকল্পই দায়ী!
ধর্মের নামে চলছে বিগ বাজেটের প্রকল্প!
"ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম" যেহেতু-
আল্লাহ্’র চুড়ান্ত রায়; তাই, ধর্ম বর্তমান;
তবে, ধর্মের চাইতে আদর্শই মূল বাণী।
তাই ইসলাম একটা আদর্শিক মতবাদ।
তেমনই একটা আদর্শভিত্তিক সভ্যতা
তৈরী হবে জমিনে আল্লাহ'র ইচ্ছায়।




"ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম" অর্থ:
“নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম।” সূরা আল ইমরান: ১৯

কবিতাটি কবি- রাকিবুল ইসলাম রাহান এর আজকের কবিতা “ভোটের দোহাই” তে করা আমার মন্তব্যটির সম্পাদিত রূপ। তাই, কবিতাটি তাঁকেই উৎসর্গ করলাম।