এ তো বন্যা নয়-নয় প্রাকৃতিকভাবে সৃষ্ট প্লাবন!
মানুষ নামের পশুরদল চাপিয়ে দিয়েছে সুনামী!
ওরা কারো বন্ধু নয়-মন ওদের কালিমায় ভরা!
ওরা মানেনা বৈশ্বিক রীতি-চায় নাশ হোক ধরা!
তাই তো ওরা পলকের মতই বলে মিথ্যা কথা!
বাঁধের গেট খুলে দেয়নি, আপনিই খুলে গেছে!
তবুও বলি! পূর্বেই জানাতে যদি-অশুভ সংবাদ,
হয় তো কমে যেত ক্ষয়ক্ষতি! মরতো না কেউ।
রাতের-আঁধারে খুলে দিলে! বাঁধের বন্ধকপাট!
ভেবেছিলে, ধ্বংস হবে জাতি! কাটবে না রাত!
এদেশ নয়-পূর্বের মত মেরুদণ্ডহীন বাংলাদেশ।
ঘুমন্ত জাতি এখন জাগ্রত! উপদ্রবে নয় হতাশ।
হে আল্লাহ! করেছ উদ্দীপিত সত্যি তুমি মহান।
এ প্রজন্মকে সাম্যের চেতনায় করেছ বলীয়ান।