অবক্ষয়ের শিকার হতে হতে আমরা কখনো কখনো
নিজেদের অজান্তেই এমন এক ঠিকানায় পৌঁছে যাই!
ইচ্ছে করলেই সেখান থেকে বেড়িয়ে আসা সহজ নয়।
তবুও জিদের বশে ফিরে না অবাধ্য-অমানুষের সার্বিক হুঁশ!
আসলে আমরা কি করছি, সেটা কি সঠিক না কি বেঠিক!
সেটাও না বুঝে পুনঃ করি ভুল! ছড়িয়ে দেই হিংসা-বিদ্বেষ!
ফলে, শেষ সময়ের নৈরাজ্য কোথায় যে নিয়ে যাবে সমাজকে!
সেটাই বিবেচ্য বিষয়, ভাবিয়ে তুলছে সত্যনিষ্ঠ মানবগোষ্ঠীকে!
স্বপ্নে স্বর্গের সিঁড়ি দেখে হুমড়ি খেয়ে পড়ি আঁধারের বসতিরা!
এভাবেই স্বার্থের দুনিয়ায় হীন-প্রতারক হয়ে যাই অনেকেই!
ক্ষমতার লোভ জ্বালিয়ে দেয় হৃদয়ে হিংস্রতা-হয়ে যাই অন্ধ!
মানুষের জীবন কি মেনে চলে সর্বদা একই রকম নিয়ম?
ক্ষমতার খেলায় যারা হেরে যায়, তারা কি ডুবে যায় বিষন্নতায়?
সুসময়ে বরং তারাই প্রমাণ করে, বিপন্ন জনপদে সত্য প্রতিষ্ঠার
ঋদ্ধ খেলায় ঝড়ো হাওয়া জুড়িয়ে দিবে অদূর ভবিষ্যতে-অচিরেই।
তখনই ওলট-পালট হয়ে যাবে জালিমের সকল হিসাবনিকাশ!
আরশের অভিশাপে চূর্ণ হবে স্বর্গের অবৈধ সোপান।