নাড়ি পোঁতা গাঁয়, মন চলে যায়-সুযোগ পেলেই
হৃদয় গভীরে জমা হয়ে আছে রঙিন স্মৃতি কতই,
উতলা হয় গাইতে হৃদয়! প্রিয় জন্মভূমির গীতি।
সেখানে রয়েছে জ্ঞাতি, যাদের সাথে-কত প্রীতি।
সারাটাক্ষণ কাটে হেলেদুলে নিয়ে খুশি ভরা মন,
স্মৃতি জুড়ে আছে, তাদের রসনা! যারা প্রিয়জন।
দু'পাশে জমি, মাঝ পথে চলি, আহা! সেকি সুখ,
ঝিরি ঝিরি বাতাসে দুলে ধানশীষ, থাকেনা দুখ।
পড়ন্ত বিকেলে দেখি, আহ! রঙিন মেঘের খেলা
পুলকিত মনে স্বপ্নের আবেশে কেটে যায় বেলা!
নন্দিত ছন্দে নাচে বিহগে! কত সুরে গায় গান।
দেখি আর ভাবি নগর জীবনে জুড়ায় না পরান!
বিদায় লগ্নে দেখি বার বার-আবেগে অশ্রু ঝরে-
সাথে নিয়ে আসি সুখস্মৃতি-মনে পড়ে অবসরে।