যে তিরিশ লক্ষ শহীদের রক্তে রচিত হয়েছে দেশের স্বাধীনতার ইতিহাস;
তাদেরই নাম লিপিবদ্ধ করার সময় হয়নি কারো!
তাদেরও পরিসংখ্যান জানা নেই, যারা দিয়েছে দুর্ভিক্ষে জীবন!
যে দেশের রণাঙ্গনের সিপাহসালার লিখে গেছেন,
“অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা!”
সত্য বলে প্রমাণ পেয়েছে প্রজন্মের পর প্রজন্ম!
কবি লিখে গেছেন, “সব ক’টা জানালা খুলে দাও না”
কিন্তু, খোলা জানালা দিয়ে ঢুকেছে ময়লা-আবর্জনা-
আর, খোলা দরজা দিয়ে বেড়িয়ে গেছে মেধা-টাকার বস্তা!
এ দেশ এমনই হতভাগাদের দেশ!
যে দেশের জন্ম লগ্ন থেকেই শুরু হয়েছে ক্ষমতার লড়াই!
তারই বলি হয়েছে হাজার-লক্ষ মায়ের সন্তান!
যে দেশে বায়ান্ন বছরেও নিশ্চিত হয়নি মানুষের অধিকার!
কথার ফুলঝুরি দিয়ে কতদিন আর বোকা বানানো যায়!
কতদিন আর বিশ্ববাসীকে ধোঁকা দেয়া যায়!
এটাই কি যথেষ্ট নয় এ কথা বলার? আমরা-অযোগ্য-বেকার!
পরিশেষে, বায়ান্ন বছরে সৃষ্টি হয়েছে আবর্জনার স্তুপ!
তালিকা বড় থেকে বড় হয়েছে পেশাদার খুনীদের!
বেপরোয়া ভাবে বেড়ে গেছে নেশার পসরার ব্যাপারীর লিষ্ট!
বেড়েছে মাফিয়া চক্রের দুর্বিনীত আচরণের মহোৎসব!
দুর্নীতি এখন মুড়ি-মুড়কির মত জায়গা করে নিয়েছে ঘরে ঘরে!
আর দেশপ্রেমিক! অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া দুষ্কর!