হতাশা করলে গ্রাস-হয় না স্বপ্নের চাষ;
মানুষ হতে থাকে শয়তানের হীনদাস!
শয়তান মানুষের প্রকাশ্য প্রতিপক্ষ!
জালিমরাই শয়তানের প্রতিনিধি হয়ে
মানুষকে করে কোণঠাসা নিরন্তর।
এসো না সবাই, প্রথমে আবাদ করি
নিজের মাঝে দেশপ্রেম নিবিড়ভাবে।
নইলে মুক্তি নেই, হোক না সে যেই!
হতে হবে দেশপ্র্রেমিক করতে লড়াই,
দাসত্বের সকল শৃঙ্খল করতে বিচূর্ণ;
তবেই আসবে স্বীয় সত্তার মহাবিজয়।