হবিরে চল গাঙের উপারে যায়ে ঘর বাঁদি;
দেহিস, কত যে আদর করবি রমলা দিদি!
উপারে আরাম; নাই ঢেলাঢেলি লাঠালাঠি-
গেলি আরো পাবি খুব সুন্দর রুপার বাটি!
উপারে যদি একখ্যান, কমলা কিনে খাবি-
তাহলি কিন্তু, আরও একখ্যান ফিরি পাবি!
এতকিচু জানে তুই করতিচিস কেন দেরি?
এহুনি যাই চল! ঘটিমটি নিয়ে পাড়ি দরি।
আচ্চা, এ বদি! একখ্যান কতা কই শোন!
ভালো করে শুনিস কিন্তু, দিয়ে তোর মন;
দিদি যদি পায়ে যায়! এপাড়ের জমিদারী-
হেনেও তো ওরম সুক-আসপি সারিসারি!
আমারে হবিনে দরকার, উপারে যাওয়ার,
অভাব হবিনে এপার আর, খাওয়া পড়ার!