পরিত্যক্তদের কাজ হলো
এক্কাদোক্কা খেলা-
সময়টাও খুব বাকি নেই!
ডুবে যাবে বেলা!

সাপে নেউলে ঐক্য হলে
যা ছিল হবে তাই!
কোষাগার লুটেছিল যারা
করবেই খাই খাই!

সময়ের বিবর্তনে তারাই
হয়েছে ভাই ভাই!
বিগত মনিবের-ইশারায়
বলছে পাশে চাই!

বহুরূপ খেলার আড়ালে
নতুন দর্শন দেখি,
সেই আশাতে-আাবারো
ফুল চন্দন মাখি!

মিললেই হিসাবনিকাশ!
অন্তর মিলে যায়,
লভ্যাংশ সবটা পেলেই
বিভেদ কে চায়!