কাজের সময়ে কাজী, কাজ ফুরালে পাজি!
স্বার্থ সাধন হয়ে গেলে খুন করতেও রাজি!
গাঁয়ের কুটনিবুড়ির মত ডিজিটাল টোকাই!
ভুল করলে দেয়, কারো না কারো দোহাই।
সবাইকে সাথে নিয়ে সারে, দুনিয়ার কাজ!
কাজ শেষে হলে দেখায়, সে বড় মহারাজ!
দরকার মিটে গেলে বলে, তুই কোন শালা!
বিরক্ত করিস কেনরে! তোকে নিয়ে জ্বালা!
জনগণকে মনে করে, সর্বদাই বলির পাঁঠা!
নেতার লেজ ওরা! যেন ফেবিকলের আঠা!
তবে এমনও সময় আসতে পারে একদিন;
বিপদে পাবি না সাড়া-বুঝবি লাগে কেমন!
প্রয়োজনে মাঝি ভাই-নদী পার করে দাও;
নদীর ওপার গিয়ে গালি দিয়ে ভেগে যাও!
কিছু বজ্জাত আছে, ফাটল ধরায় একতায়!
চিনতে না পারলেই, ভেসে যাবে দরিয়ায়!
কৌশলে ফাঁকা ময়দানে-গোল দিতে চায়!
সাবধান! দূরে থেক, নিও না ওরে মাথায়।