মুক্তির আনন্দ দেখেছি জীবনে বারবার!
আপ্লুত হয়েছি-অশ্রুসিক্ত হয়েছে নজর!
আজ আবার দেখেছি-তোমরাও নিশ্চয়;
আমিও মুক্তির স্বাদ পরখ করেছি আগে
কিন্তু, আজকের নিমিত্ত বেশ-অন্যরকম!
হৃদয়ে-এখনও বিরাজ করছে দ্বৈধীভাব!
এই বুঝি ফের! বাজবে বৈরী-আওয়াজ!
তারাই চির-অভিশপ্ত! চুক্তি লঙ্ঘনকারী!
চুক্তির বিপক্ষে গর্জন করে! হুঙ্কার দেয়!
শক্তির ভাষায় কথা কয়! শুধু রক্ত চায়!
বৈরী বায়ুরে স্বাগত জানিয়ে, মজা পায়!
নারী-শিশুর খুনে! সিনান করে তৃপ্ত হয়!
জমিনে নরক গড়ে প্রভুকে করে বিদ্রুপ!
যদিও বুঝে বদলা পাবে-ওপারে বিরূপ!