সরল সহজ বোকা জনগণ
বোঝে নারে রাজনীতি,
বোশেখ অথবা বসন্ত এলে
দেখে শিখে প্রেমপ্রীতি!

চোরেরপুত ধরে কত খুঁত!
করে যায় চাঁন্দাবাজি!
দলীয় বলে পরিচয় পেলে
বিচার করেনা কাজী!

লটিচ্ছেলে বলে গালি দেয়
বিনাদোষে দলবলে!
জমজমাট নেশার আসর
যখন-তখনই চলে!

রূচির অকালে শিক্ষালয়ে
খুঁজে মরে নন্দিনী!
ছলে-বলে-কলে-কৌশলে
করে ফেলে বন্দিনী!

এভাবে করে কত উৎসব
নাম দেয় সেঞ্চুরী!
খুঁজলে তার পাবে প্রমাণ
যত্রতত্র ভুরিভুরি!

জনগণের খাজাঞ্চিখানা
করে ওরা লুটপাট!
অন্য দেশে পাচার করে
দেখায় রে ঠাটবাট!

এই কি তবে স্বর্গ নমুনা
চাই কি এমন দেশ?
বল্লেইতো, ধরবে কষে
জীবনটা হবে শেষ!