মানুষ খুন করা যার নেশা আর পেশা!
করো না তার কাছে, কল্যাণের আশা!
হারিয়ে ফেলেছে তারা সুপথের দিশা!
মনের অজান্তে ভুলেছে, প্রীতির ভাষা!
হৃদয় থেকেও নেই-নেই যার আবেগ!
আপনাকে নিয়ে ভাবা, তার মহারোগ!
বুঝে শুধু পৃথিবীতে করে যেতে ভোগ!
বিভাজিত করে মানুষ, না করে যোগ!
স্বার্থের বাইরে কিছুই করে না হিসাব!
আত্মা বলি দিয়ে ওরা বাড়ায় আজাব!
মানে না ধর্ম-কর্ম, প্রভুর ঐশী কিতাব-
বড় বড় গরু মেরে চায় বহুত খেতাব!
আল্লাহ’র হুকুম যারা, করে না পালন!
ঈদের চেতনাও তারা করে না লালন!