হারিয়ে গেছে স্মৃতির পাতা
হিজল-তমাল বনে!
ভুলে গেছি কৃষ্ণচূড়ার কথা-
নেইরে কিছুই মনে!
স্বপ্ন দেখি, ভালবাসার ছলে
ডাকব নীরব সাঁঝে,
সাঁতরাবো ওই দীঘির জলে
লুকাবো ছন্দমাঝে!
সেই সে স্মৃতি নেইরে প্রীতি
নেই সে রঙিন ক্ষণ,
ভুলেই গেছি! প্রেমের গীতি
হারিয়ে আপনজন!
উজান স্রোতে, বাইছি তরী-
বাদাম গেছে ছিঁড়ে,
সেই সে ব্যথায় এখন মরি
অশান্ত এই নীড়ে!