ঈদের আনন্দ নেই!
করে সব কান্না!
হয়নি বাজার করা
বন্ধ তাই রান্না!
ওরই ভরে না পেট
নিঃস্ব কি পাবে!
তার এখন স্বর্ণযুগ
রিচফুড খাবে!
কোটি টাকা দিয়ে
ক্রয় করে পশু!
লোপাট করে সব
কারণ সে দস্যু!
জাতির কথা বলে
করে রাজনীতি,
মনে নেই একটুও
মরণের ভীতি!
সমূলে খাবে ওরা
আর কতকাল?
ক্ষপায় রবো কত
চালো নব চাল।