গৃহদাহ বড় যন্ত্রণাদায়ক পরিবেশ!
স্বপ্ন-সৌন্দর্য বরং বিষন্নতা ছড়ায়!
ভেঙ্গে গিয়ে সৌহার্দ মমতা হারায়!
বাড়তে থাকে বেরসিকদের বিভ্রম!
আত্মরক্ষার্থে পিছু হটে কেউ কেউ!
কেউবা জাগাতে চায় ফেনিল ঢেউ!
কারোবা প্রলাপ হয় হাসির খোরাক
স্বপ্নবাণিজ্য তবু ছড়ায় হৃদে পুলক!
নানান চিন্তার মোহনায় উঠে গুঞ্জন;
বহুমুখী কথার ফাঁকে, চলে ভোজন,
কে কার উঠবে কোলে, চলে মহড়া-
কেউ পায় নতুন দায়, দেয় পাহাড়া!
কালের সাক্ষী হয় প্রাসাদ-রাজপথ;
কেউ প্রমাদ গুনে! থামে কারো রথ।