ক্রমেই সবকিছু কেমন যেন দুর্বোধ্য হয়ে-উঠছে!
কে কার সাথে বাঁধে জোট; কে কার আগে-পিছে!
সকালে দেখি এক রকম-বদলে যায় সন্ধ্যাবেলায়!
মেধাবীরা মন্তব্য সাজায় শত সহস্র ভুলের মালায়!
ইসলামের কাতার থেকে-অশ্রাব্য গালি দিয়ে যায়!
কোনটা শোভন কোনটা অশোভন সব ভুলে হায়!
পিতা-পুত্রের লাম্পট্যে-পশুরাও বুঝি লজ্জা পায়!
ভয় হয়, খবরের মানুষ কাল প্রাতে কি বা শোনায়!
সবাই শঙ্কায় থাকে! কখন কে-ইতিহাস মুছে দেয়!
কখন কারা কোথায় চড়াও হবে, প্রতিশোধস্পৃহায়!
কেউ বা মহান হবার তাগিদে ক্ষমার ঘোষনা দেয়!
অথচ, ক্ষণেক পরেই সাড়ম্বরে ওরা হামলা চালায়!
আহম্মকগণ সারাজীবন শুধু, সার্কাসই দেখে যায়!
আর! রাজারা গাঁজা খেয়ে বহুরূপ তামাশা দেখায়!