পাখির ঝাঁকের মত মানুষ মরে বুলেটের আঘাতে!
মানবতার বিনাশে নীরবতা পালন করে কত সংঘ!
আর কত শুনবো শান্তির কাব্য, ভরা পূর্ণিমা রাতে!
আর কত দেখবো মানবতার ধ্বজা! হায় কত রঙ্গ!
হাসপাতাল চত্বরে নারী-বৃদ্ধরা লাশ হয় নির্বিচারে!
বুলেটে ঝাঁঝরা হয়, অগনিত শিশুর বুকের পাঁজর!
শান্তির বাণী হোঁচট খায়, মাতব্বরদের দ্বারে দ্বারে!
তবু্ ওরা খোঁড়া যুক্তিতে তুলে ধরে অগণন ওজর!
আসলে ওরা চায় না প্রশান্তি! বিধাতা'র মহাশত্রু!
মহানকে করে বিদ্রুপ! যারা শয়তানের উপাসক;
ওরা ঈর্ষাপরায়ণ! নয় মােটেই মানবজাতির মিত্র!
চায় না স্রষ্টার আশীর্বাদ! সহ্য করে না আলোক!
ফিলিস্তিন গ্রাস করে গড়তে চায়, দাজ্জালি রাজ!
যেখানে রইবে না মহান স্রষ্টার কোরানিক শাসন,
অথচ তাঁর দাসত্ব মেনে নেয়া মুসলমানের কাজ।
উত্তম তাই! নাশ করো বিশ্ব, সমাপ্ত হোক ত্রাসন।