অতন্দ্র প্রহরীগণ! জাগ্রত থেকো ততদিন;
আগ্রাসীর সেবাদাস সন্ত্রাসী রবে যতদিন।
দানবরাও যারে ঘৃণাভরে করে প্রত্যাখ্যান
তাকে মানতে হবে আদর্শ! কি উপাখ্যান!
বিস্ময়ে বলি ভাগ্যের কি নির্মম পরিহাস!
স্বদেশের ভালো-মন্দ-অপর করবে পাশ!
আর আমি বসে বসে কেটেই যাবো ঘাস!
তার চেয়ে বেশি ভালো! মরে হবো লাশ!
শোন দেশের-অসহায় ছাত্র আর জনগণ!
দুঃখ-কষ্টকে ভুলে গিয়ে করো মরণ পণ;
আর নয় পরাজয়-এবার ভাঙ্গবো শৃঙ্খল!
হারিয়ে ফেলেছি স্বপ্ন-প্রাপ্য পানীয় জল!
এখন বুঝে নাও! কে তোমার শত্রু-মিত্র!
কার তুমি অনুসারী যে স্বয়ং শত্রুর ভৃত্য!