উল্টো দেশের বিরাগী রীতি
যারা করে বেশি বেশি দুর্নীতি!
তাদের মাঝে বাড়ে বেশ সম্প্রীতি!
তারাই নাকি করে বেশি রাজনীতি!
তারাই হয় সমজের নেতা বা নেত্রী!
সেই সাথে তারাই হয় সমাজপতি!
বাড়তে থাকে তাদের বেজায় গতি!
সর্বত্র সুনাম (!) বাড়ে রাতারাতি!
মিথ্যা কথা বলে যারা বেশি বেশি!
সর্বক্ষণে সক্রিয় থাকে তাদের পেশী!
লেগেই থাকে তাদের মুখে জয়ের হাসি!
পয়সা আসে তাদের ঘরেই রাশি রাশি!
যারাই করে নিন্দা, তারাই নাকি দোষী!
বিচার ছাড়াই শাস্তি! হয় তাদের ফাঁসি!