নেতা হলে ভ্যাবলা-অথবা ভোঁতা!
দেশ হবে সিকিম কিংবা হায়দ্রাবাদ!
যতই মারো গুলি কিংবা চালাও ছুরি-
জন্মিবে অগণ্য মীরমদন-মোহনলাল।
তাই তো বলে যাবো, এ দেশ আমার;
তোমরা কি রইবে বেঁচে-অনন্তকাল?
তারচে ক্ষণেক বাঁচো বীরের মতন।
কারা বলে, এই দেশে সিরাজ নেই!
সবাই বলে, বীর যে-সিরাজ সেই;
উদাহরণ তার, আবু সাঈদ-মুগ্ধরা-
আরো আছে ঘরে ঘরে দেশপ্রেমী,
দেশকে ভালোবাসে এখনো তারা;
বেঈমানী করলে সে ধরা পড়বেই।
কোটি চোখ ফাঁকি দিয়ে যাবি কই?
দেশের সাথে করলে কেউ গাদ্দারী!
মিছে হবে যোগ্যতা-হাজারো ডিগ্রী!
ভেসে উঠবে অতীতের ছলচাতুরী!
ভয়কে জয় করে পাড়ি দাও পথ,
থাকতে হবে সকলের-ঐক্যমত;
শত্রুরাও রয়েছে সজাগ সর্বক্ষণ!
তোমাকেও করতে হবে শক্তপণ।
মগজ ঠান্ডা রেখে-ধৈর্যের সাথে
করতেই হবে-আবাদ সৎ চিন্তার-
তবেই মিলবে সুফল, সুস্থ ধারার।