তুমি যার সৃষ্টি, আমি তাঁর দাস।
অথচ, করো তুমি অহম প্রকাশ!
তোমাকেও, সুহৃৎ বলে মানবো।
যদি তুমি করো সেকথা বিশ্বাস।
তুমিও মানুষ, আমিও তো তাই।
এসো সবকিছু বণ্টন করে খাই।
কেউ নয় ছোট বড় সবাই-ভাই।
অনন্তমুক্তির তরে বিকল্প নাই।
অমরত্মের স্বপ্ন দেখে কি লাভ!
পাবে শুধুই আল্লাহর-অভিশাপ,
বরং, করি সবাই তাঁর ইবাদত
নিশ্চয় পাব মুক্তি, বলেন দূত;
এসো করে খেদ, হই নিষ্পাপ;
হয় তো দিবেন না আর গজব!