সময় পড়েছে বিবর্তনের নিত্য নতুন ফাঁদে!
নব এ সভ্যতাও সেই ধারায় পড়েছে খাদে!
লেগেছে সর্বত্র আধুনিকতার ভয়াবহ ছোঁয়া।
ভালকিছুর আড়ালেও লুকিয়ে থাকে ভোয়া!
কোথাও ভালো, কোথাও মন্দ চোখে পড়ে,
তবে পচন ধরেছে রাজনীতির সারা গতরে,
অপ্রত্যয় আছে রাজনীতিবিদের দেশপ্রেমে!
চুরি করে ওরা, যা আয় হয় জনতার ঘামে!
পন্ড হয়েছে আপাদমস্তক, সবাই তা জানি;
তবু থাকি নির্বিকার! টানি জালিমের ঘানি!
তবে ক্রমাগত পরিবর্তন শেষে হবে বিপ্লব,
আসবে ইনসাফ, যা তাঁরই ইশারায় সম্ভব।
জমিন ক্ষণস্থায়ী; তাই ভাবি ওপারের কথা,
হবে অনন্ত সমাধান, র'বে না বিচারহীনতা।