মূল্যহীন জীবন নিয়ে করি বড়াই!
চাহিদার চেয়ে-অনেক বেশি চাই!
ভবিষ্যত গুপ্ত! তবু দেই অভিমত!
স্বজনের তরে গড়ি, অর্থের পর্বত!
দেশের নেতা হয়ে-রচি সংবিধান!
দম্ভে ছুঁড়ে দেই, আল্লাহ্'র বিধান!
অথচ, জানা নেই সৃষ্টির অভিধান!
তাই তো করি মিথ্যা দর্শন প্রদান!
তারপরও ভাবি আমি, কত মহান!
অর্থভান্ডারপতি, তবু করি না দান!
মনে সুখ নেই-সেখাই মুক্তির গান
কুকর্মে বাধা দিলে, বধ করি প্রাণ!
তাইতো এসো করি সত্যের সন্ধান
এসো মানি সবাই আল কোরআন।