তৃণমূলের মঙ্গলে রেখো অবদান
তবেই সফল হবে অভ্যুত্থান,
অন্যথায় হারাবে প্রতীতি জনগণ;
চুরি-দুর্নীতির হোক অবসান।

আশায় বেঁধে বুক চেয়েছিল সুখ!
দেখে যেতে পারলোনা মুক্তি!
সহযোদ্ধারা যদি, দেখে সব ভুল
দেখাবে তাদের কি বা যুক্তি?

জনতা ছিলো-আছে তোমার বন্ধু
তাদের সাথে রেখো মিত্রতা,
ওরাই তোমাদের বিজয়ের সাথী
হয়না কখনো যেন বৈরীতা।

ক্ষমতার মোহে যদি হও বেতাল
তোমায় বলবে ওরা মাতাল!
আর যদি হতে পার, সবার প্রিয়
আনন্দে হবে সবাই উত্তাল।

সেদিন সফল হবে, এই আহরণ
তখন সৃষ্টি হবে নব ইতিহাস,
তোমাদের দেখে-উদ্দীপ্ত সকলে
করবে বিশ্বে তখন স্বপ্নচাষ।