এক বিচ্ছিন্ন দ্বীপে বসত করে, কতিপয় স্বপ্নহীন!
যাদের আশা আছে ভাষা নেই! তবু ফুরায় দিন!
পশুদের সাথে রণ করে প্রভুর কাছে বাড়ায় ঋণ;
মনে হয় সময়-অপচয়! তাই ভূমিকে করে ঘিন।
রক্ত ভেঙ্গে ভেঙ্গে জমিনের সীমা বাড়ে চতুর্দিক-
তবু কেউ কেউ স্বজন হলেও, কেউ হয় হিংসুক!
দিনে দিনে বাড়ে ক্ষোভ, কারো বা বাড়ে লোভ!
কারো প্রতি কেউ করে মিথ্যে অপবাদ আরোপ!
ছিনিয়ে নিতে চায় কারো জায়গা-জমিন-সম্পদ!
এভাবে বাড়তে থাকে, একে-অন্যে মহাবিরোধ!
অবশেষে কেউ কেউ হয় প্রতিপক্ষের হাতে খুন!
ছড়িয়ে পড়ে বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে, ক্লেশের আগুন!
ভেঙ্গে যায় ভ্রাতৃত্বের বন্ধন-বাড়ে মনে-অভিমান
ভুলে যায় জ্ঞাতির অবদান আর আল্লাহর বিধান!