মুখোশের আড়ালে ঘাতকের সন্তান!
স্বৈরীর অনুচররা জানায় অভিবাদন!
কৌশলের ছলে নিতে চায় প্রতিশোধ
কূটের আশ্রয়ে করতে চায় সত্য বধ!
তারা তখনো গাদ্দার এখনো গাদ্দার!
অথচ, শুভার্থী বলে করছে আবদার!
কুল আজ জটিল পরীক্ষার সম্মুখীন;
বুদ্ধির ঢেঁকি যারা-আদতে মেধাহীন!
তাই, বিনাশ করতে চায় সব অর্জন!
নিত্য করে যায় ইথারে ভীষণ গর্জন!
ক্রমশ বাঁচার পথ হয়ে আসছে রূদ্ধ!
ধেয়ে আসছে, ভয়াল ভ্রাতৃঘাতী যুদ্ধ!
খলিফাগণ করতে প্রবর্তন খেলাফত-
চেয়েছিলেন কি কারও কাছে-ভোট?
শ্রেষ্ঠ বলে মেনে নিতে-স্রষ্টার বিধান;
কেন তবে নিতে হবে-সৃষ্টির সমর্থন?