এবার চলো না ভাই, চলো পাবনায়
পাগলা গারদ ছাড়া নেই যে উপায়!
কোটার খোঁটায় কত কর অপমান!
তোমরা কেন আবার চাও অনুদান?
মেধাবীরা চুরি করে, মসীর খোঁচায়!
রমণী লুকিয়ে রাখে, চাবির গোছায়!
রাজনীতি মহানীতি! না খেলেই ধরা
উচ্চস্বরে কথা বলে, ভাবে সব মরা!
সপ্তমেই মোটাতাজা হয়েছে সবাই!
স্বর্গের সিঁড়িতে বসে করে খাই খাই!
আলাপীর খালামারা করছে বিলাপ!
গাজরের হালুয়াটা কে বলে খারাপ!
তারপর মিলে গেলে রাজার-আসন
তোরাও পারবি দিতে, মজার ভাষণ!