শুরু হয়ে গেল বহুল আলোচিত খেলা!
কারো হবে সাঙ্গ চিরতরে অতৃপ্ত বেলা!
কেউ মেলবে নব রূপে মৌসুমী মেলা!
ক্ষণ কারো দাস নয়-নয় কারো ভেলা!
কেউ ভাবে, স্বপ্ন দেখা তারই অধিকার;
বেহেস্তে রবে-খাবে, যত খুশি ততবার!
বাকিরা আনাড়ি! নেই কারো স্বাধীকার;
ভূমির হিসাব কিন্তু বদলে যায় বারবার।
সাথে আছে, আয়ুরও ঢের সীমাবদ্ধতা;
চাইলেই যায়না করা যা ইচ্ছে শুধু তা!
পলকে উল্টে যায় গুনতির সেই খাতা-
যে খাতা সংরক্ষণ করেন স্বয়ং বিধাতা।