সত্য গোপন করবার খেসারত দিতে গিয়ে
কাউকে কখনো যদি অস্তিত্বহীন হতে হয়!
সত্য গোপন করে লাভ হবে কতটুকু কার!
বিধাতা সাক্ষী আছেন-পাবে না কেউ পার!
সত্যরে হত্যা করে মিথ্যা সাজে যদি রাজা;
অবক্ষয় ধরবে কষে-আদর্শ রবে না তাজা!
বারংবার হবে, অকারণে-তেছপাতা ভাজা!
তারপরও ওপারে পাবে মহারাজের সাজা!
জমিনের জীবনটা এক্কা-দোক্কা খেলা নয়!
পরীক্ষাগার ভেবে চলো, দেখছেন মহাশয়;
ভন্ডামী করো না আর, করো না মিথ্যাচার!
সীমানা পেরোতে হবে! হবে কঠিন বিচার!