যদিও মানুষ জীবনযুদ্ধে নিয়ত লড়াইরত!
তবু, কেন যেন মনে হয়! এ সমস্ত বিগত!
ভাবি, মজার এ জগতে সব খেল্-তামাশা!
এসবই ভ্রম! গণজন্মের-আছে ভিন্ন ভাষা।
ভোঁতা এ মনের মাঝে সদা অধর্ম বিরাজে
তাই চেতনা থাকে বর্ণিল সাজে ঘুমন্তপ্রায়!
ভোগের বাজারে করি অশুদ্ধ রমণোল্লাস!
ভেবে বসি, এই স্বাভাবিক, নেই কিছু খাস!

অথচ, এত-আয়োজন সবই কি-অমূলক!
কোথাও কি নেই তবে, কিছু পরখের ছক?
এ বেলা হেলাফেলা! মরণের পরে সমাপ্ত!
তাই যদি ভাবি!  নিশ্চয়ই আমি অভিশপ্ত!
ওই পারেও বিন্যস্ত আছে তুলনাহীন স্বস্তি!
অথবা চাইতেও পারি অনন্তকালের শাস্তি!